‘কলম একাডেমী’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল আমিরাত শাখা
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সাহিত্য ও সেচ্ছাসেবী সংগঠন ‘কলম একাডেমী’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কলম একাডেমি -আমিরাত চ্যাপ্টার কর্তৃক অনলাইন আয়োজন- ‘গল্পসল্প-গান-কবিতা’ বিষয়ক এক জুম কনফারেন্স গতকাল ২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার আমিরাত স্থানীয় সময় রাতে কলম একাডেমি আমিরাত শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বিষয়ের ওপর ভিত্তি করে অনুষ্ঠানে গল্প,গান-কবিতা পরিবেশন করা হয়। পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় হয়। এসময় বক্তারা বলেন, লেখক অধিকার দিবসকে জাতীয় দিবস ঘোষনা করা সহ আরো ১০টি দাবি সন্বলিত একটি চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করেছে কলম একাডেমী লন্ডন।এই দাবি এখন সর্বস্তরের লেখকদের প্রানের দাবি মনে করেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, দাবির পক্ষে যেকোন সভা সেমিনার ও লেখা-লেখির মাধ্যমে এগিয়ে আসতে হবে।যাতে করে দেশনেত্রী ও প্রধানমন্ত্রী আমাদের দাবি মানতে কার্যকর পদক্ষেপ নেন।
অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আমিরাত চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইরফানুল ইসলাম, সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন,সদস্য মোহাম্মদ মাসুদ,আদনান আবির,মাহমুদ সুমন প্রমুখ।


