চুনারুঘাট ডেভলেপমেন্ট সোসাইটি ইউকের খাদ্যসামগ্রী বিতরণ

নুর উদ্দিন সুমন নুর উদ্দিন সুমন

হবিগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২০ 566 views
শেয়ার করুন
  • হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মানুষের পাশে আমরা সবসময়” এই স্লোগানকে সামনে রেখে ব্রিটেনে বসবাসরত চুনারুঘাট ডেভলেপমেন্ট সোসাইটি (সিডিএস) ইউকের পক্ষ থেকে ৪০০ অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ই মে) বিকালে চুনারুঘাট পৌর শহরের হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন সংগঠনের কো-অর্ডিনেটর মুক্তাদির চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সিনিয়র সহ-সভাপতি মোহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, জেলা কৃষক লীগের সহ-সভাপতি শাহজাহান চৌধুরী সেজু, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিক তালুকদার, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সিফন খান, ১০নং মিরাশী ইউপি ছাত্রলীগের আহ্বায়ক আনিছুজ্জামান মাসুম, শাহীন চৌধুরী , হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য শেখ রাসেল প্রমুখ।