সিলেটের গোলাপগঞ্জের রানাপিংয়ে সড়ক দূর্ঘটনায় নিহত বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের সফিক উদ্দিন (৭০) ও তাঁর নাতী শিশু আরিয়ানের (১) শেষ বিদায় হয়েছে, এক পালকি চড়ে।
এ ঘটনায় নিহত সফিক উদ্দিনের স্ত্রী ও মেয়ে সহ শিশু আরিয়ানের মা গুরতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। মা’কে হাসপাতালে রেখেই দাদার পাশে শুয়ে এক খাটিয়ায় চড়ে শেষ বিদায় নিলো নিষ্পাপ শিশুটি।
		


