সিআইপি মাহাবুব আলম মানিকের মায়ের মৃত্যু: শোক প্রকাশ

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১ 1,031 views
শেয়ার করুন

আমিরাত সরকার কর্তৃক গোল্ডকার্ড প্রাপ্ত এবং বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মাহাবুব আলম মানিকের মা মেহেরুন নেছা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহিরাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮০ বছর। তিনি ২ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজ আজ বিকেল বাংলাদেশ সময় ৫.৩০ মিনিটে কুমিল্লার ধনুয়াখলা গ্রামে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমার স্বামী আব্দুল আজিজ বি,এ, বি , টি কুমিল্লার স্বনামধন্য প্রধান শিক্ষক ছিলেন। বাবা মায়ের নামে সামাজিক প্রতিষ্ঠান ‘আব্দুল আজিজ-মেহেরুন নেছা ফাউন্ডেশন’ করে ছেলে সিআইপি মাহাবুব আলম মানিক মানবিক আর সামাজিক কাজ করে যাচ্ছেন। এই ফাউন্ডেশনের অধীনে, স্কুল, মাদ্রাসা সহ অস্বচ্ছল মানুষকে সময়ে সময়ে আর্থিক সহায়তা দিয়ে আসছেন।

এদিকে সিআইপি মাহাবুব আলম মানিকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই, আমিরাত সরকার অনুমোদিত প্রথম বাংলাদেশি চ্যানেল বায়ান্ন টিভি, বাংলাদেশ সমিতি দুবাই, কুমিল্লা ওয়েল ফেয়ার সোসাইটি, ইউ,এ,ই সহ নানা সামাজিক সংগঠন।

 

এদিকে, বাংলাদেশ সমিতি দুবাইয়ের উপদেষ্টা পরিষদের ডেপুটি চেয়ারম্যান সিআইপি মাহাবুব আলম মানিকের মায়ের মৃত্যুতে বায়ান্ন টিভিকে এক শোকবার্তা প্রেরণ করেছেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুস সবুর। তিনি শোকবার্তায়, মরহুমার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।