শারজাহে রাখাল কুমার গোপের আশু রোগমুক্তি কামনায় দোয়া
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
মানুষের কল্যাণে যারা কাজ করে মানুষ তাঁদেরকে মনে রাখে। বাবু রাখাল কুমার গোপ প্রবাসি বান্ধব এবং মানবকল্যাণী একজন সজ্জন। তাই তার অসুস্থতার খবর জেনে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ দোয়া করছে সুস্থতার জন্য। সংযুক্ত আরব আমিরাতের শারজাহে প্রবাসি হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্থার সভাপতি সিআইপি রাখাল কুমার গোপের রোগমুক্তি কামনায় আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেছেন বক্তারা।
শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি প্রকৌশলী আব্দুল কাইয়ূম। সংগঠনের সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ তালুকদারের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন মীর খোকন। গীতা পাঠ করে স্বপন কুমার পাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্থার সিনিয়র সহ সভাপতি হারুন আল রশিদ। প্রধান বক্তা ছিলেন প্রবাসী হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক তৈয়ব আলী তালুকদার ।
বিশেষ অতিথি ছিলেন গীতিকার আজাদ লালন, কমিউনিটি নেতা দেলওয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ সমিতি দুবাইয়ের সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, প্রবাসী বাহুবল ঐক্য সংস্থার পৃষ্ঠপোষক শেখ লুৎফুর রহমান , প্রবাসী বাহুবল ঐক্য সংস্থার সভাপতি বচন মিয়া তালুকদার, প্রবাসী শিক্ষা উন্নয়ন সংস্থার সহ সভাপতি শাহ নুরুল হক, প্রবাসী বাহুবল ঐক্য সংস্থা খরফাক্কান শাখার সভাপতি আব্দুল হাই ।
এ সময় বক্তব্য রাখাল কুমারের মানবিক কাজের বর্ণণা আর সুস্থতা কামনায় ব্ক্তব্য রাখেন প্রবাসি হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্থার মির খুকন আহমেদ , অর্থ সম্পাদক স্বপন কুমার পাল, হবিগঞ্জ ইউনিটি আজমান শাখার সহ সভাপতি দরবেশ আলী, চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদের সহ-সভাপতি সায়েদ মিয়া, হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্থার সহসাংগঠনিক সম্পাদক মমিনুল হক রাসেল, সদস্য মোঃ সুহেল মিয়া, চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আহমেদ কালাম, চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ছোটন, রুকন আহমেদ, সুয়েল আহমেদ , রাসেল আহমেদ, সোলেমান মানিক, আব্দুল মন্নান , জসিম আহমেদ , সাহিদুর রহমান , শাহ ফজলুর রহমান , জিয়াউর রহমান , কামাল মিয়া , জুনায়েদ মিয়া , আব্দুল সত্তার তালুকদার, সেলিম সহ আরো অনেকে।
পরে তার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত কামনা করা হয়। তিনি কিডনি প্রতিস্থাপন করবেন বলে বাংলাদেশ কমিউনিটির সকলের কাছে দোয়া চেয়েছেন।


