বায়ান্ন টিভির চেয়ারম্যান মাহতাবুর রহমানের বোনের মৃত্যু

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২১ 842 views
শেয়ার করুন

আমিরাত সরকার অনুমোদিত প্রথম বাংলাদেশি টিভি বায়ান্ন টিভির চেয়ারম্যান, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি সিআইপি মাহতাবুর রহমানের বোন হুসনে আরা বেগম চৌধুরী মারা গেছেন। শুক্রবার বেলা দেড়টার দিকে কানাডার টরেন্টোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। জানা গেছে, কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তার দশ সন্তান বসবাস করেন।

সিআইপি মাহতাবুর রহমান জানান, বোনের অসুস্থতার খবর শুনে তিনি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ছুটে যান। সেখানে বোনের সঙ্গে দেখা করেন। বোনের মৃত্যুতে মাহতাবুর রহমানসহ স্বজনেরা ভেঙ্গে পড়েছেন।

সিলেটের জালালপুর রুস্তমপুরে হুসনে আরার স্বামীর বাড়ি। তার স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। লন্ডন, আমেরিকা থেকে স্বজনেরা ফিরলে তার জানাজার ব্যবস্থা করা হবে বলেও জানান মাহতাবুর রহমান।

এদিকে, বায়ান্ন টিভির চেয়ারম্যান সিআইপি মাহতাবুর রহমানের বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বায়ান্ন টিভি পরিচালনা পরিষদের সম্পাদক ও সিইও লুৎফুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর সালেহ আহমদ, ডিরেক্টর শাহাদাত হোসেন, এম এ কুদ্দুছ খা মজনু, হাজী শফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. জসিম উদ্দিন, রুজেল তরফদার, আবুল হোসেন, এম এ জামান ও তিশা সেন।