ফোবানা নেতৃবৃন্দের ফ্লোরিডায় জনসংযোগ সম্পন্ন

জুয়েল সাদত জুয়েল সাদত

সাংবাদিক, আমেরিকা

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১ 804 views
শেয়ার করুন

ফোবানা নেতৃবৃন্দ সফল ফ্লোরিডা ট্যুর সম্পন্ন করেন। ৩৫ তম ওয়াশিংটন ফোবানার কনভেনর জি আই রাসেল ও মেম্বার সেক্রেটারী সাংবাদিক লেখক শিব্বীর রহমান চারদিনের এক সফর সফলতার সাথে সম্পন্ন করেন। শুক্র, শনি ও রোববার লাগাতর ভাবে সাউথ ফ্লোরিডার ওযেস্ট পাম বীচ, বোাকারাটন, মায়ামীর বিভিন্ন সংগঠন, সুশীল সমাজ,কমিউনিটি নেতৃবৃন্দের সাথে ৩৫ তম ফোবানার গন সংযোগ করেন। বৃহত্তর চট্রগ্রাম এর কমিউনিটি নেতৃবৃন্দ সহ বিভিন্ন সমাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে পৃথক পৃথক ভাবে মিটিং করেন। অনেক ব্যাক্তি ও প্রতিষ্টান ফোবানার সফলতার জন্য কন্ট্রিবিউটের চেক ও হস্তান্তর করেন। 

পুরো চারদিন ফোবানার কনভেনর জি আই রাসেল ও মেম্বার সেক্রেটারী শিব্বীর রহমান নানা শহর ঘুরে সকলের সাথে মিলিত হন ও মতবিনিময় করেন। উল্লেখ্য মায়ামী তে একাধিক বার সফল ফোবানার কারনে মায়ামীর ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

মায়ামীতে বসবাসরত ৩৫ তম ফোবানার চীফ কনসালটেন্ট বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আতিকুর রহমান ফোবানা নেতৃবৃন্দের সফর সফল করতে সমন্বয় করেন। সাউথ ফ্লোরিডার ঢাকা ক্লাব ফোবানা নেতৃবৃন্দের সম্মানে একটি গেটটুগেদার আয়োজন করে। স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত মিটিং এ উপস্থিত ছিলেন  সেখানে  ঢাকা ক্লাবের সভাপতি মিম খান, ফাউন্ডার্ আনোয়ারুল হক দিপু,সিনিয়র ভাইস প্রেনিডেন্ট দাদন  ভুইয়া,সেক্রেটারী নওশাদ পাবন, যুগ্ন সম্পাদক চেমন উদ্দিন, চীফ এডভাইজার রানা খান,কালচারাল সেক্রেটারী ইরিনা খান,এডভাইজার মুজিব উদ্দিন,সিনিয়র এডভাইজার মোল্লা ফজলুর রহমান,সিনিয়র এডভাইজার নান্নু আহমদ। ঢাকা ক্লাবের সাথে মতো বিনিময়কালে ফোবানা কনভেনর ও মেম্বার সেক্রেটারী ক্লাবের সকল সদস্যদের নভেম্বরের ২৭, ২৮,২৯ এর ওয়াশিংটন ফোবানায় সপরিবারে আমন্ত্রন জানান ও সকলের নিকট ফোবানায় নানা সেগমেন্টে জড়িত হবার আহবান  জানান।

ফোবানা নেতৃবৃন্দের সাথে বোকারাটন,ওয়েস্ট পাম বীচে ও মায়ামীতে অন্যান্য বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে ও সাংগঠনিক ভাবে মত বিনিময় করেন। অন্য এক বার্তায় ফোবানা কনভেনর এই প্রতিবেদক কে মায়ামীর চারদিনের সফরকে সফল ও ফেবানার সফলতার একটি বড় দিক উল্লেখ করে ফ্লোরিডার প্রবাসীদের প্রতি ধন্যবাদ জানান।

আগামী নভেম্বরে প্রায় দুই বছর পর ফোবানার তিন দিনের কনভেশনের পর্দা উঠতে যাচ্ছে। সেখানে সবাই অংশগ্রহন করবেন এই প্রত্যাশা হোস্ট কমিটির। মায়ামীর দুজন কমিউনিটি একটিভিস্ট এম ফজলুর রহমান ও আতিকুর রহমান ফোবানা নেতৃবৃন্দের চারদিনের সফরকে সফল করে দেন।