মোংলায় দরিদ্র মাঝিদের বিএনপি নেতার খাদ্য সামগ্রী বিতরণ

এনামুল হক এনাম এনামুল হক এনাম

মোংলা বন্দর প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, মে ১৩, ২০২০ 570 views
শেয়ার করুন

করোনা পরিস্থিতিতে নিতান্তই দরিদ্র খেয়াঘাটের মাঝিমাল্লাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে বুধবার (১৩ই মে) দুপুরে মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের রামপালস্থ ডাকরা-কালিগঞ্জ খেয়াঘাটের মাঝিমাল্লাদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন তার ছোট ভাই শেখ ফিরোজ কবির ।

এ সময় আরো উপস্থিত ছিলেন রামপাল থানা বিএনপির দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, বাঁশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি এস,এম আব্দুল্লাহ ও পেড়িখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু হায়াত মেম্বরসহ অন্যান্যরা।

ড. শেখ ফরিদ বলেন, করোনা পরিস্থিতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার কর্মসূচীর অংশ হিসেবেই বুধবারও প্রায় অর্ধশতাধিক দরিদ্র মাঝিমাল্লাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে। এছাড়া এর আগে মোংলা ও রামপালের ২ হাজার ৫শ ৫২টি পরিবারের মাঝেও তার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।