দুবাইয়ে আটকা ৩৬জন কুয়েত প্রবাসি টিকা নেবার সুযোগ পেলেন

তিশা সেন তিশা সেন

বার্তা সম্পাদক, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২১ 730 views
শেয়ার করুন

 

দুবাইয়ে আটকা ৩৬জন কুয়েত প্রবাসি বাংলাদেশি ফাইযার ভ্যাকসিন নেবার সুযোগ পেয়েছেন। তারা তখন কুয়েতে সরাসারি ফ্লাইট বন্ধ হওয়াতে দুবাই হয়ে কুয়েত যাবার জন্য এসেছিলেন। কিন্তু তখন দুবাই থেকেও ফ্লাইট বন্ধ হলে অনেকে দেশে ফেরে গেলেও যারা আটকা পড়েছেন তারা আবার যেতে ভ্যাকসিন বাধ্যতামূলক হয়ে আসে। আমিরাতের রেসিডেন্স ভিসা ছাড়া কাউকে ভ্যাকসিন গ্রহণের সুযোগ নেই এ কথা ভেবে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর আমিরাত সরকারের নজরে বিষয়টি আনলে আমিরাত সরকার দুবাইয়ে আটকা কুয়েত প্রবাসি বাংলাদেশিদের টিকা প্রদানের অনুমতি দান করেন।

বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের শ্রম কাউন্সেলর ফাতেমা জাহান বায়ান্ন টিভিকে বলেন-প্রথম দফায় ছয়ত্রিশ জন কর্মীকে ফাইজার ভ্যাক্সিন প্রদান করা হয়। কর্মীগন মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মান্যবর রাষ্ট্রদূত, সচিব মহোদয়, কনসাল জেনারেল মহোদয় এবং আমিরাত সরকারের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদের পর দ্বিতীয় পর্যায়ে অবশিষ্টদের ফাইজার ভ্যাক্সিন প্রদান করা হবে। ভ্যাক্সিন প্রদানের সময় আল বারশা হেলথ সেন্টারে শ্রম উইংয়ের কর্মকর্তা- কর্মচারীগন উপস্থিত ছিলেন।একজন কর্মীর প্রেশার হাই হওয়ায় বার বার তাকে সময় দেয়া হচ্ছিলো। শেষে ডাক্তার দেখিয়ে প্রায় শেষ মূহূর্তে তাকেও প্রথম ডোজের ফাইজার ভ্যাক্সিন সম্পন্ন করা হয়। এসকল প্রবাসী ভাইয়ের মুখে যখন আমরা হাসি ফোটাতে পারি, তখন নিজের কাছে অসম্ভব ভালো লাগায় মন ভরে যায়।’