ফিলিস্তিনে হামলার প্রতিবাদে, সিলেটের বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, মে ২২, ২০২১ 640 views
শেয়ার করুন

ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজের পর মোকাম মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশ থেকে বক্তারা, ফিলিস্তিনের নিরীহ মুসলমান ও আল-আকসা মসজিদে মুসল্লীদের উপর ইসরাইলীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, ফিলিস্তিনে যখন নিরীহ মুসলমান নিধন চলছে তখন বিশ্ব মোড়লরা নিরব। জাতিসংঘও মুসলমান রক্ষায় কোন ভূমিকা রাখছে না। এ অবস্থায় বিশ্ব মুসলিম এক হওয়ার বিকল্প নেই।

বক্তারা বলেন, ফিলিস্তিনিদের উপর ইসরাইলীদের হামলা চিরতরে বন্ধ করতে হবে। এজন্য দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে। আল-আকসা থেকে ইসরাইলের সবধরণের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পবিত্র মসজিদটিতে যাতে মুসলমানরা নির্বিঘ্নে ইবাদত বন্দেগি করতে পারেন সেটি নিশ্চিত করতে হবে।

 

দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন বিয়ানীবাজারের সর্বস্তরের মুসলিম জনতা।