পরবাসীদের ঈদ মানে তো দেশে টাকা দেওয়া
কেমন আছেন ফুপি, খালা ফোনে খবর নেওয়া।
ঈদের দিনটা ঘুমিয়ে কাটে কিংবা কারো কাজে
কারো আবার চোখ ঘড়িতে বেলা ক’টা বাজে?
ঈদের দিনে পায় না ওরা বুকে বাবার বুক
লুকিয়ে কাঁদে কেউ তো আবার মুছে নিজের চোখ।
মায়ের হাতের পায় না পায়েস ঈদ সকালের সেমাই
কইতে না পায় অবুঝ খোকা আনিয়া মোরে দে মাই”।
মায়ের হাতের রান্না কেবল রান্না তো নয় ভাই
মায়ের সকল মমতা যে ওই পায়েসে পাই।
দেশের লাগি দেশান্তরি সান্ত্বনা স্রেফ একি
‘সুখে আছি’ বলে সবাই সত্যি এসব মেকি।
মনটা যদি লাশ হয়ে যায় শরীরটা হয় মোটা
ওই জীবনে হয় কি বলো সুখের গোলাপ ফোটা?
তবুও ওরা ভালো আছে সবাই ভালো বলে
কারণ নিজের ঘামের লাগি অনেক পরান চলে।
দেয়ার মাঝে সুখটা যে পাই ফিলিংসটা হয় নাইস
সব প্রবাসীর মন হয়ে যায় ফ্রিজের ওই আইস।


