এমপি কয়েছের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১ 877 views
শেয়ার করুন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাধরণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর।
 
এক শোকবার্তায় তিনি বলেন, জননেতা মাহমুদ উস সামাদ চৌধুরী তাঁর কর্মের মধ্য দিয়ে সিলেটবাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি ছিলেন একজন বিজ্ঞ, স্পষ্টভাষী, সময়োপযোগী, সাহসী ও ভালো মনের প্রকৃত রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে একজন জনপ্রিয়, জনপ্রতিনিধি ও আদর্শবান রাজনীতিবিদকে হারিয়েছে। যা সিলেটবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।
 
বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।