মাদ্রিদে বৃহত্তর নোয়াখালী সমিতির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত  

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১ 462 views
শেয়ার করুন

বৃহত্তর নোয়াখালী জন্ম দিয়েছে অনেক আলোকিত মানুষের। যারা দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন। প্রাচিনকাল থেকে ইতিহাস-ঐতিহ্য আর শিক্ষা দীক্ষায় ছিলো বৃহত্তর নোয়াখালী সুনাম। মুক্তিযুদ্ধসহ সহ দেশের সকল দুর্যোগে বৃহত্তর নোয়াখালী প্রবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও এসব প্রবাসীরা দেশে বিনিয়োগ করে দেশ ও দশের কল্যাণেও নিয়োজিত আছেন। প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সমিতি মাদ্রিদ স্পেনের নব নির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

বৃহত্তর নোয়াখালী এবং কম্যুনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে অভিষেক অনুষ্ঠানটি গত বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঙালী অধ্যুষিত লাভাপিয়েসের শাপলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। নব গঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা শেষে কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে অনুষ্ঠিত হয় নৈশভোজ।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন দূতাবাসের মিনিস্টার ও দূতালয় প্রধান এ টি এম আব্দুর রউফ মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশনইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, এস আর আই এস রবিন, আল মামুন, বর্তমান সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, প্রবীণ কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ (বেঙ্গল), নূর হোসেন পাটোয়ারী,বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সভাপতি বেলাল আহমেদ,বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা রেজা শাহ পাহলভী, বৃহত্তর নোয়াখালী সমিতিরউপদেষ্টা বাহারুল আলম প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী সমিতির নতুন কমিটির নবনির্বাচিত সভাপতি জালাল আহমেদ। সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন শাকিলের সঞ্চালনায় স্বাগত বক্তব্যদেন সংগঠনের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আরও বক্তব্য দেন গ্রেটার সিলেটের সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম মাসুক,নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ, কমিউনিটি নেতা রিজভী আলম, এসোসিয়েশন ভালিয়েন্তে বাংলার সভাপতি মোঃ ফজলে এলাহি, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, বৃহত্তর নোয়াখালী সমিতির সহ সভাপতি আবুল হুসেন, এস এম মাসুদ, বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, কুমিল্লা জেলা এসোসিয়েশনের সভাপতি মুরাদ মজুমদার, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সভাপতি হেমায়েত খান,সাধারণ সম্পাদক তোতা কাজী, বৃহত্তর নোয়াখালী নেতৃবৃন্দের মধ্যে রেজাউল করিম মিটু,আব্দুস সাত্তার, বৃহত্তর নোয়াখালী সমিতির সহ সভাপতি ডালিম বেপারী রাজু, দিদারুল আলম, বাবলু খান, যুগ্ন সাধারণ সম্পাদক নিশাত ইবনে আলমগীর, স্বেচ্ছাসেবী সংগঠন আলোক কুঞ্জের পরিচালক মোঃ সোহেল রানা, তরুণ সংগঠক শাহাবুদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দূতাবাসের মিনিস্টার ও দূতালয় প্রধান এ টি এম আব্দুর রউফ মণ্ডল বলেন, প্রবাসে বৃহত্তর নোয়াখালী প্রবাসীদের কল্যাণে বিশেষ অবদান রাখছে। সৌহার্দ্য-ভ্রাতৃত্ববোধ এবং পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখলে প্রবাসে আঞ্চলিক সংগঠন সময়ের তালে এগিয়ে যেতে পারে। কোন্দল, দ্বন্দ্ব বা বিরোধ সংগঠনকে খণ্ডিত করে। আমরা যারা প্রবাসে থাকি, তাঁরা যেন একে-অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতাকে ধরে রাখি। রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের নেতৃত্বে আমরা সব সময় কমিউনিটির পাশে আছি, আগামীতেও থাকবো। তিনি কমিউনিটির উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

নতুন কমিটির অভিষিক্তরা হলেন:- সভাপতি জালাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি আব্দুস সোবহান, সহ সভাপতি যথাক্রমে ডালিম বেপারী রাজু, মোঃ জাহাঙ্গীর, আবুল হোসেন (১), আবুল হোসেন (২),দিদারুল আলম, দিদারুল আলম সরকার, ইউসুফ মিয়া, রাজু আহমেদ, বাবলু মিয়া, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন শাকিল, যুগ্ন সাধারণ সম্পাদক নিশাত ইবনে আলমগীর, মোঃ নূর নবী, সহ সাধারণ সম্পাদক মোঃ সবুজ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল,প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক নজরুল ইসলাম,অর্থ সম্পাদক ম স্বপন, ক্রীড়া সম্পাদক মোঃ মহন, সহ ক্রীড়া সম্পাদক মোঃ মিজান, ধর্ম সম্পাদক খোকন মজুমদার, সনাতন ধর্ম সম্পাদক সুমন শীল, মহিলা সম্পাদিকা শারমীন আক্তার, সহ মহিলা সম্পাদিকা নাজিয়া নাসরিন, সদস্য বাবু প্রমুখ।

অভিষেক অনুষ্ঠান শেষে কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হয়।এতে মাদ্রিদে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পুরো অনুষ্ঠানটি বৃহত্তর নোয়াখালীবাসীর মিলন মেলায় পরিনত হয়।