মৌলভীবাজার জেলা যুবদলের সহ সম্পাদক ইকবাল হোসেনের ত্রাণ বিতরণ
সাইদুর মাহমুদ সাইদুর মাহমুদ
বায়ান্ন টিভি
মৌলভীবাজার জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক ইকবাল হোসেনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কর্মহীন ৮০০ পরিবারের জন্য এ বিতরণ করা হয়।
জেলা যুবদলের সাধারণসম্পাদক দক্ষিনভাগ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেনের খাদ্য সামগ্রী বিতরনের প্রথম ধাপ ১০ই মে রোজ রবিবার শুরু করেন। এ যাত্রা শুরু হয় ৮নং ওয়ার্ডের পশ্চিম দক্ষিনভাগ গ্রাম থেকে। জানা গেছে, পর্যায়ক্রমে ইউনিয়নের কর্মহীন পরিবারগুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখবেন তিনি। মহামারি করোনার জন্য প্রতিটি মানুষ আজ বিপদগ্রস্ত। এই অসহায় বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের প্রতিটি বিত্তবান মানুষের প্রতি উদাত্ত আহবান জানান সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মৌলভীবাজার জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক ইকবাল হোসেন।


