ইতালি যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে শান্তিগঞ্জের আতিকুর
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
ইতালিস্থ জাতীয়তাবাদী যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে স্থান করে নিয়েছেন শান্তিগঞ্জের যুবক আতিকুর রহমান। যুবদলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক প্যাডে অনুমোদিত কমিটিতে স্থান পেয়েছেন তিনি। আতিকুর কমিটির সহ-সাংগঠনিক পদে স্থান পেয়েছেন। তিনি জাতীয়তাবাদী সিলেট ফোরামের সাংগঠনিক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
যুবদলের কেন্দ্রিয় কমিটি দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির সত্যতা নিশ্চিত করা হয়। কমিটিতে আব্দুল গণিকে সভাপতি ও ওমর ফারুককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আতিকুর রহমান সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের জীবদারা গ্রামের বাসিন্দা। দেশে থাকাকালীন সময়েও তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। প্রবাসে গিয়েও তিনি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করে যাচ্ছেন।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থ রক্ষার্থে ফ্যাসিবাদের সাথে কখনো আপোষ করেন নি। তার হাতকে শক্তিশালী করতে প্রবাসেও আমরা জাতীয়বাদের রাজনীতি করে যাচ্ছি। আগামীর রাষ্ট্রনায়, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে আমরা সব ধরণের কর্মসূচি পালন করে যাবো। আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে আমি চেষ্টা করবে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার।


