তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়াচ্ছেন সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষ। করুনার এই সংকটের কালে অসহায় মানুষরাই সবচেয়ে বিপদে। এই সময়ে সমাজের অনেকের মত তরুণ সমাজ সেবক ও সংগঠক, রংধনু সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমনের উদ্যোগে ৫০০ অসহায় পরিবারে কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সানর মিয়া। হরিদাস ভট্রাচার্য্যের উপস্থাপনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি ইন্ডাস্ট্রি এর বিশেষ সংবাদ দাতা রবিউল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু সমাজ কল্যাণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেন। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন মাওলানা মজিদ উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন সুমন মিয়া । বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কানাইঘাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক প্রদীপ বর্ধন, কামাল মিয়া, সদস্য ৯ নং ওয়ার্ড বরইকান্দি ইউনিয়ন পরিষদ, মাহমুদ আলী নিজাম, আজাদুর রহমান, সামসু মিয়া, প্রদীপ ঘোষ বটুল, ধীমান রায়, নুরুল আফসার চৌধুরী সেলিম, সালাউদ্দিন আহমদ সুইট, মাখন মিয়া।
বক্তারা বলেন সুমন অতীতেও সমাজের কল্যাণে এবং দুস্থ ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। ভবিষ্যতে সুমনের মতো সমাজের সকল যুবসমাজকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।


