করোনাভাইরাসের বিস্তার রোধে ৪০ টিরও বেশি দেশ যুক্তরাজ্যের ফ্লাইট নিষিদ্ধ করেছে

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৪:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০ 779 views
শেয়ার করুন

লন্ডনে নতুন করে করোনা ভাইরাস বিস্তার লাভ করায় লন্ডন বাসির মনে দেখা দিয়েছে আতন্ক। বাংগালী অধ্যুষিত ইস্ট লন্ডনের প্রায় পরিবারে এর উপসর্গ বিদ্যমান। চলেছে টিয়ার ৪ সতর্কতা।

নতুন ধাচের এই করোনা ভাইরাসের বিস্তার রোধে বহির্বিশ্ব নড়েচড়ে বসেছে। যুক্তরাজ্যে থেকে কুয়েত, স্পেন, ভারত এবং হংকং সহ বিশ্বের বিভিন্ন দেশ ইউকে থেকে ফ্লাইট আসা স্থগিত করছে।

ফ্রান্স যুক্তরাজ্যের সাথে তার সীমানা ৪৮ ঘন্টার জন্য বন্ধ রাখার ঘোষণা করায় ডোভার বন্দর থেকে কোনও লরি বা ফেরি ছেড়ে যেতে পারছে না। বরিস জনসন বলেছেন যে তিনি ফরাসী রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রনের সাথে কথা বলেছেন এবং উভয় পক্ষই এই সমস্যাগুলি যত দ্রুত সম্ভব সমাধান করতে প্রস্তুত। প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বলেছেন “আমাদের খুব ফলপ্রসূ  আলোচনা হয়েছে এবং আমরা দুজনেই একে অপরের অবস্থান বুঝতে পারি। মিঃ জনসন, যিনি এর আগে সরকারের জরুরি কমিটির বৈঠকে বলেন আমরা চ্যানেল জুড়ে আমাদের মিত্রদের সাথে বাণিজ্য প্রবাহ স্বাভাবিক করতে কাজ করছি।”

এদিকে ফ্রান্সের ইউরোপ মন্ত্রী ক্লামেন্ট বিউন বলেছেন, জরুরি অবস্থা বিবেচনা করে আমরা এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাবে কাল মঙ্গলবার এব্যাপারে নতুন পদক্ষেপ তারা ঘোষণা করা হবে, যা বুধবার থেকে কার্যকর হবে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রসমূহ এর আগে ব্রাসেলসে মিলিত হয়েছিল একটি সমন্বিত প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য, কর্মকর্তারা যুক্তরাজ্য থেকে আগত লোকদের জন্য করোনা টেস্টের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।