মঙ্গলবার ২৭/১০/২০ সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশের অন্যতম ডি, আই,জি(অব) , বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী প্রথম বি,সি,এস,ক্যাডার জনাব আব্দুল খালেক(৭৮)। ঢাকার C.H.M এ আক্রান্ত অবস্থায় ইন্তেকাল করেছেন। ঐ দিন কুলাউরা নিবাসী সাবেক চেয়ারম্যান সিকিউরিটি,এন্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান,খাদ্য ও চিনিকল কর্পোরেশন চেয়ারম্যান, জুটমিল কর্পোরেশন ও দুদকের সাবেক কমিশনার সহ বিভিন্ন সেবা মুলক প্রতিষ্ঠানের কর্মকর্তা জনাব মনিরঊদ্দিন আহমেদ(৭৯)ইন্তেকাল করেছেন।এই সমেয়েই আমাদের অন্যতম সমাজদরদি নেতা,সারাজীবন সিলেট বিভাগবাসী মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন জনাব সৈয়দ আব্দুল মুক্তাদিরকেও আমরা হারিয়েছি।
এত নেতা ও স্বজন হারানো বেদনা নিয়ে উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সংগঠনের সভাপতি জনাব ডঃ সৈয়দ রাগীব আলী ও সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা জনাব ওয়েছুর রহমান চৌধুরী ও কল্যান ট্রাষ্ট এর মহাসচীব আব্দুস শাকুর চৌধুরী,অর্থসম্পাদক জনাব ইমাম মেহদি চৌধুরী এনাম সহ সংগঠনের দেশে-বিদেশে সর্বস্থরের নেতাকর্মী গভীরভাবে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে শোক বহন ক্ষমতা দান করার জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন।এবং অসুস্থদের রোগমুক্ত কামনার জন্য সকলের কাছে অনুরোধ জানিয়েছেন।
সংবাদপ্রেরক হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক, সিবিউপ, কেন্দ্রীয় কমিটি


