সাভারের আশুলিয়ায় আবারও  নারী শ্রমিককে ধর্ষণ, ভিডিও ধারন-যুবক গ্রেপ্তার

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ 1,053 views
শেয়ার করুন

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় আবারও এক নারী পোশাক শ্রমিককে (৩০) ধর্ষণ করে ভিডিও ধারন এবং ব্ল্যাকমেইল করার অভিযোগে আসলাম সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত ওই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসলাম সুমন (৩১) ময়মনসিংহ জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি ভুক্তভোগী মেয়েটির পাশের কক্ষের ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সুমন এবং ভুক্তভোগী নারী শ্রমিক জিরাবো নামাপাড়ার এলাকায় একই বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়া থাকে। সুমন বেশ কিছুদিন ধরে মেয়েটিকে নানাভাবে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে কাজ না হওয়ায় ভয়ভীতি দেখিয়ে সুযোগ বুঝে গত ১০ অক্টোবর সুমন মেয়েটিকে নিজের কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষণের ভিডিও করা হয়েছে এবং তা ছড়িয়ে দেয়ার কথা জানিয়ে আবারও ওই নারীকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন সুমন। এঘটনায় ভুক্তভোগী নারী মঙ্গলবার রাতে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহার হোসেন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে যুবককে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর মিরপুর থেকে এক গৃহবধূ ডেকে এনে আশুলিয়ার রুস্তমপুর এলাকার নির্জন জঙ্গলে নিয়ে সাত বন্ধু মিলে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এঘটনায় মামলা দায়েরের পর পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তার আগে গত ৩০ আগস্ট আশুলিয়ার ভাদাইলে ১০ বন্ধু মিলে ধর্ষণ করেন নারী শ্রমিক দুই বান্ধবীকে। সেসময় ধারন করা ধর্র্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে। কিন্তু এখনও ধরাছোয়ার বাইরে রয়েছে মামলার অন্য আসামীরা।