সময়ের ছড়া : করোনা দিনে

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, মে ৭, ২০২০ 604 views
শেয়ার করুন

বেশটা দেখো ভেলকি দেখো
দেখো আহা সকলে,
বাজার দেখো স্বভাব দেখো
সব কিছু দখলে।

অভাব নেই সুখেই বেশ
চলে ডাঁটে বেশটা,
সুখটা মনে সুখটা নিয়ে
এই বেশ বেশটা।

নাদুস নুদুস চেহারা নিয়ে
হাঁটেন নিয়ে বাজার,
করোনা সাথে নিয়েই তিনি
ভাবনা করে হাজার।

করোনা দিনে করোনা নিয়ে
ফিরে ঘরে চমকে,
করোনা রোগে ধরলো যেই
যায় সুখ থমকে।

বাজার থেকে করোনা এলো
রোগ কী যে বাড়ছে,
করোনা রোগে জীবন নাশে
হাসি খুশি কাড়ছে।