সাক্ষি আছে সুরমা ধলাই এবং প্রাণের মনু
ছড়িয়ে আছে কর্ম এবং তোমার আপন তনু।
সিলেট বন্ধু নেতা তুমি সুরমা নদীর মাঝি
মাটির প্রতি দরদ এবং ছিলো এসব কাজ ই।
কমলা লেবুর ঘ্রাণটা ছিলো তোমার মুখের স্বরে
জন্ম মাটির করছো সেবা মেঘ-তুফান আর ঝড়ে।
‘বিউটি সিলেট’ উন্নয়নে তোমার অবদান
অমর হয়ে থেকো তুমি সাইফুর রহমান।
মন্দকে যে মন্দ বলি ভালোর সাথে চলি
তাইতো তোমার গুণের কথা অশংকোচে বলি।
ভালোর প্রতি শ্রদ্ধা জানাই দলাদলি ভুলে
মায়াবতী সিলেট তুমি রাখছো ফুলে ফুলে।


