বাবা নিয়ে দুটি ছড়া: লুৎফুর রহমান

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০ 960 views
শেয়ার করুন

০১
আমার বাগান ফুলে ভরা
রঙ বেরঙের ফুলগুলি
হরেক ফুলের মিষ্টিঘ্রাণে
দেয় দোলা যে সকল প্রাণে
সবজনা তাই হয় যে খুশি
আপনমনে ফুলতুলি।

এই বাগানের মালি যে সে
আমায় অতি ভালবেসে
ছোট্টকালে কোলে নিয়ে
ডাকতেন আমায় বুলবুলি
তাঁর দেখানো পথ চলি যে
যায় দূরে সব ভুলগুলি
আব্বা তোমায় দিলাম আমি
সালাম ও সেই ফুলগুলি।

০২
যার ঘরেতে বাপ নেই
তার বুকেতে তাপ নেই
এতিম বলে লোকে তারে
মায়ার পরিমাপ নেই।

পরপারেতে ভাল থেকো
পরান প্রিয় আব্বা
তোমার পথে চলছি আমি
তোমার কথা বলছি আমি
তুমি ছাড়া জীবন লাগে
ফাঁকা এবং ডাব্বা।