চট্ট্রগামে কোভিড-১৯ কার্যক্রম পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদল

ল্যাবরেটরীসহ করোনার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মে ৬, ২০২০ 461 views
শেয়ার করুন

চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)তে কোভিড-১৯ কার্যক্রম পরিদর্শন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদল।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির নেতৃত্বে চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) কোভিড-১৯ ল্যাবরেটরীসহ করোনার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই প্রতিনিধি দল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, বিশ্বস্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো-অর্ডিনেটর ডা. ইমং প্রু, সিভাসু’র ভেটেরিনারী মেডিসিন ফ্যাকাল্টির প্যাথলজি এন্ড প্যারাসিটেলিজির অধ্যাপক আম্মাম জুনায়েদ সিদ্দিকি, সিটি কর্পোরেশননের এসআইএমও ডা. সারওয়ার, জেলার এসআইএমও ডা. মাহজাবীন ও জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়ুয়া প্রমূখ।
পরিদর্শনকালে সিভাসুতে কোভিড-১৯ সনাক্তকরণ ল্যাবরেটরীর বিভিন্ন বিষয়ে সিভিল সার্জনকে অবহিত করেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও ল্যাব টেকনিশিয়ানগণ।