রাজশাহীতে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ 562 views
শেয়ার করুন
রাজশাহীতে ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
 
এদিন সকালে রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিস প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন রাজশাহীতে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি।
 
পতাকা উত্তোলনের পর তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট রামা কোবিন্দের বার্তা পাঠ করেন। অনুষ্ঠানে সহকারী হাই কমিশন অফিসের কর্মকর্তাবৃন্দ অংশ নেন। এছাড়া করোনার জন্য রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিকরা অনলাইানের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।
 
উল্লেখ্য, ১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস পালন করা হয়। সে কারণে রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশন প্রতি বছর সীমিত পরিসরে স্বাধীনতা দিবস উদযাপন করে।