
ইতালিতে আগামী ২৪ আগস্ট প্রাণঘাতী করোনার প্রথম ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ শুরু হচ্ছে। সম্পূর্ণ ইতালির তৈরি এ ভ্যাকসিন ৯০ জন স্বাস্থ্যকর্মীর শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে।
শুক্রবার ভ্যাকসিনের প্রথম ডোজ রাজধানী রোমের স্প্যালানজানি হাসপাতালে এসে পৌঁছেছে। এটি এখন মানবদেহে প্রয়োগ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন লাছিও বিভাগের গভর্নর নিকোলা জিংগারেত্তি।
শুক্রবার সোশ্যাল মিডিয়া ফেসবুকের এক পোস্টে গভর্নর এ তথ্য জানিয়ে আরও লিখেন, এ ভ্যাসসিন তৈরিতে ৫ মিলিয়ন ইউরো ব্যয় করা হয়েছে।