কুষ্টিয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অর্থদন্ড
সুজন কুমার কর্মকার সুজন কুমার কর্মকার
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় অগ্রিম টিকেট বাবদ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট শ্যামলী পরিবহনকে ১০,০০০ হাজার টাকা অর্থদন্ডের শাস্তি প্রদান করা হয়েছে৷
শুক্রবার (৩১শে জুলাই) রাত ৮ টায় জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান মোবাইল কোর্টের মাধ্যমে এ অর্থদন্ডের শাস্তি প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান জানান, জেলা প্রশাসনের কন্ট্রোলরুমে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে, অভিযান পরিচালনাকালে অতিরিক্ত ভাড়া নেওয়ার সময় টিকেট বিক্রেতাকে টাকাসহ হাতে-নাতে আটক করা হয়৷
মোবাইল কোর্ট সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩৪ ধারা লঙ্ঘন করায় একই আইনের ৮০ ধারায় বর্নিত শাস্তির আওতায় শ্যামলী পরিবহনকে ১০,০০০/- টাকা অর্থদন্ডের শাস্তি প্রদান করা হয়৷ জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।