স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২০ 734 views
শেয়ার করুন

 

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে মোবাইলে ভিডিও কলে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া। সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

 

আজ ২৬ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এসময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক গাজী মেজবাউল হক সাচ্চু সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু সুব্রত পুরকায়স্থ স্বেচ্ছাসেবক লীগ ঢাকা উত্তরের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, ঢাকা দক্ষিণের প্রতিষ্ঠাতা সভাপতি দেবাশীষ বিশ্বাস সহ কেন্দ্রীয় কমিটির সাবেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, এছাড়া স্বেচ্ছাসেবক লীগের ঢাকা উত্তরের সভাপতি ইসাক মিয়া, সাধারণ সম্পাদক কাউন্সিলর আনিসুর রহমান নাইম, ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ সহ স্বেচ্ছাসেবক লীগ ঢাকা উত্তর দক্ষিনের সকল থানার নেতাকর্মী উপস্থিতি ছিলেন। ১৯৯৪ সালের এই দিন আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রাক্তন নেতাদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা নেতা ছিলেন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি প্রতিবছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। কিন্তু বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে মহামারী নোভেল করোনাভাইরাস। আর এই করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে মিছিল, মিটিং, শোডাউন আলোকসজ্জা সহ সব ধরনের কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়েছে। তবে প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার শেষ নেই। কেন্দ্রীয় কার্যালয়ও সারাদেশে আঞ্চলিক সংগঠনের কার্যালয় গুলোতে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন থেকে কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। এ সময় জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। বিকেলে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এর ৫০ তম শুভ জন্মদিন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও দোয়া প্রার্থনা অনুষ্ঠিত হয়।