কিশোরগঞ্জের কুলিয়ারচরে হেরিটেজ টোব্যাকো নামে সিগারেট কোম্পানি সিলগালা করা হয়েছে ।
রবিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার বাদাম মিলের ভেতরে অবস্থিত প্রতিষ্ঠানটি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশ ক্রমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসী এ সিলগালা করেন।
জানা যায়, হেরিটেজ টোব্যাকো নামের প্রতিষ্ঠানটি সিগারেট উৎপাদন ও বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় সকল অনুমোদন না থাকায় এবং পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর কর্তৃক ট্রেডমার্কস অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র এবং পরিবেশগত ছাড়পত্র পাওার আগেই কারখানা স্থাপন, সিগারেট উৎপাদন ও বাজারজাতকরণের কার্যক্রম পরিচালনা করায় আইনগতভাবে বৈধ নয় বিধায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে ।
সে সময় ওসি (তদন্ত) কাজী মাহ্ফুজ হাসান ছিদ্দিকী, বাদাম মিল মালিক মোঃ রফিকুল ইসলাম, হেরিটেজ টোব্যাকো কুলিয়ারচর, কিশোরগঞ্জ এর ম্যানেজার মোহাম্মদ ইমরান, পুলিশ ফোর্স, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
____________
আরিফুল ইসলাম
কিশোরগঞ্জ


