সিলেট বিয়ানীবাজারের বি এন পি নেতা জসিম আর নেই

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০ 649 views
শেয়ার করুন

 

বিয়ানীবাজার উপজেলা বিএনপির অন্যতম নেতা ও উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী হাজি জসিম উদ্দিন আর নেই (ইন্না লিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় সিলেট নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজার নামাজ আজ সোমবার বিকাল সাড়ে ৫ টায় মাথিউরা শাহজালাল জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

উপজেলা যুবদলের সাবেক সভাপতির মৃত্যুতে বিয়ানীবাজার জাতীয়তাবাদী পরিবার, শহরের ব্যবসায়ী ও তাঁর নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকলেই সদা হাস্যজ্জ্বল সুশীল রাজনীতিবিদ ও ব্যবসায়ী হাজী জসিম উদ্দিনের কর্ম জীবনের স্মৃতিচারন করে তার অকাল প্রয়াণে শোক প্রকাশ করছেন। জানা গেছে, তিনি দীর্ঘদিন থেকে কিডনী রোগে আক্রান্ত ছিলেন। তাঁর বাড়ি মাথিউরা ইউনিয়নে।

এদিকে, বিএনপি নেতা হাজী জসিম উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করে পৃথক পৃথক ভাবে বিবৃতি দিয়েছেন বিএনপি পরিবারের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিদাতারা হলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির আহবায়ক নজরুল খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আক্তার হোসেন খান জাহেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, সাবেক সহ সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, উপজেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন মুক্তা, আতাউর রহমান, এডভোকেট আহমেদ রেজা চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাকি চৌধুরী, আব্দুল করিম, শিপলু আহমদ, আব্দুল করিম তাজুল, তানবির আহমদ, হারুনুর রশিদ, নাজিম উদ্দিন, ফয়ছল আহমদ, আব্দুল কাদির এবং উপজেলা বিএনপি নেতা ও নাদিয়া ফার্মেসীর সত্ত¡াধিকারী আব্দুল করিম।