শারজাহে হবিগঞ্জের লামাতাশী ইউনিয়ন ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন

জাবেদ আহমদ জাবেদ আহমদ

বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০ 525 views
শেয়ার করুন

দেশের সকল দুর্যোগে প্রবাসিরা পাশে দাঁড়ায়। দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রবাসে সামাজিক সংগঠনের বিকল্প নেই। সংযুক্ত আরব আমিরাতের শারজাহে হবিগঞ্জের বাহুবলের লামাতাশী ইউনিয়ন ঐক্য পরিষদের ত্রি বার্ষিক সম্মেলনে এ কথা বলেছেন বক্তারা।

শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় আয়োজিত সভায় সভাপতিত্বে করেন হাজী তাজুল ইসলাম। এম এ আউয়ালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাতের সভাপতি হাজী আব্দুর রব। অনুষ্ঠানে সম্মেলনে উদ্বোধন করেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ ঐক্য ফোরাম বাহুবলের সভাপতি শেখ লুৎফর রহমান, হবিগঞ্জ ইউনিটির সভাপতি জিতু মিয়া, চুনারুঘাট প্রবাসি কল্যাণ পরিষদের সভাপতি আব্বাস উদ্দিন, কমলগঞ্জ প্রবাসিকল্যাণ পরিষদের সভাপতি মুহিত চৌধুরী সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মিয়া মোহাম্মদ সিজিল, কমলগঞ্জ প্রবাসি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চুনারুঘাট প্রবাসিকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রঙ্গু, শাহজাহান মিয়া, জোবেদ আলী, আবুল হোসেন, সুহেল মিয়া, আনোয়ার হোসেন সহ আরো অনেকে।

পরে এম এ আউয়ালকে সভাপতি, মোজাম্মেল হোসেনকে সাধারণ সম্পাদক, রেনু মিয়াকে সাংগঠনিক সম্পাদক ও শাহিন মিয়াকে অর্থ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।