বাহরাইনে বাংলাদেশিদের সহায়তা দিচ্ছে দূতাবাস

অব্যাহত আছে এ কর্মসূচি

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, মে ৩, ২০২০ 510 views
শেয়ার করুন

বাংলাদেশ সরকার প্রবাসে থাকা বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছে বিশ্বব্যাপি। বিদেশের সকল দূতাবাসের মাধ্যমে এ কার্যক্রম চালানো হচ্ছে। করোনাভাইরাসের সৃষ্ট সংকট মোকাবেলায় ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের সহায়তা দিচ্ছে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস। ঘোষণা অনুযায়ী ৪ এপ্রিল থেকে এ সহায়তা দেয়া শুরু হয়।

দূতাবাস সূত্র জানায়, তিন সহস্রাধিক ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশির তথ্য সংগ্রহ করা হয়, যা বর্তমানেও চলমান।

এ পর্যন্ত তালিকাভুক্ত ও তালিকাবিহীন ১৩শ’ জনের কাছে দূতাবাসের পক্ষ থেকে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়।

মানামায় বসবাসরতরা দূতাবাস থেকে কল পেয়ে ত্রাণসামগ্রী সংগ্রহ করেন। চলতি সপ্তাহে আরও ১ হাজার প্রবাসী বাংলাদেশির মাঝে ত্রাণ বিতরণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ।