বিয়ানীবাজার আইটি এন্ড ল্যাংগুয়েজ ট্রেনিং এসোসিয়েশন গঠিত

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২০ 743 views
শেয়ার করুন

 

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সকল IT এবং English language Institute গুলোর অংশগ্রহনে গঠিত হলো “Beanibazar IT & Language Training Association ” (BILTA)। সম্মিলিত ভাবে প্রবাসি অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় তৃনমুল পর্যায়ে তথ্যপ্রযুক্তি ও ইংরেজি ভাষা শিক্ষা প্রসারের লক্ষ্য নিয়ে ১৪ জুলাই মঙ্গলবার বিয়ানীবাজার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সাধারণ সভার মাধ্যমে সংগঠনটির আত্বপ্রকাশ ঘটে। এ সময় সবার সম্মতি ক্রমে আগামি এক বছরের জন্য একটি কমিটি অনুমোদন করা হয়।

নবগঠিত কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন, সভাপতি এনাম উদ্দিন এনু (আর এম কম্পিউটার এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ইনস্টিটিউট),
সহসভাপতি আসাদুজ্জামান মিশু (মিশু কম্পিউটার এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ইনস্টিটিউট), সাধারণ সম্পাদক সাইবুল আলম রেজা ( হেক্সাস বিয়ানীবাজার), সহ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ ( স্পোকেন.কম), কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ খান ( এইমস এডুকেশন), সাংগঠনিক সম্পাদক আতিক রহমান ( মাস্টার মাইন্ড),।সহ সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ (এস ডি আই বিয়ানীবাজার)।