হবিগঞ্জে হাঁস ও খাদ্যসামগ্রী দিলেন উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল

নুর উদ্দিন সুমন নুর উদ্দিন সুমন

হবিগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০ 544 views
শেয়ার করুন
হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ভাটি অঞ্চলে ১৩ টি গ্রামে নিজ তহবিল থেকে অসচ্ছল পরিবারকে অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির লক্ষে ৪ টি করে ৪ শতাধিক পরিবারকে হাঁস ও ত্রান তহবিল থেকে খাদ্যসামগ্রী প্রদান করলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম মোতাচ্ছির।
 
শুক্রবার ১০ জুলাই ভাটি অঞ্চলের ১৩টি গ্রামে অসহায়দের মাঝে হাঁস গুলো প্রদান করেন তিনি।
 
সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম জানান, হাওরাঞ্চলের দরিদ্র পরিবারগুলোকে স্বনির্ভর করতে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। নিজ তহবিলের পাশাপাশি উপজেলা পরিষদের পক্ষ থেকেও গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারগুলোকে হাঁস ও অন্যান্য সহযোগিতা প্রদান করা হচ্ছে। যারা এসব হাঁস ভালভাবে লালন-পালন করবে তাদেরকে আরও হাঁস প্রদানেরও ঘোষণা দেন এবং পর্যায়ক্রমে আরো পরিবারে হাঁস প্রদান করা হবে।
 
এদিকে একইদিনে একই সময় জেলা প্রশাসকের সহযোগীতায় শতাধিক পরিবারে ত্রান তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।