হবিগঞ্জ অসহায়দের মাঝে নারী সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ
নুর উদ্দিন সুমন নুর উদ্দিন সুমন
হবিগঞ্জ জেলা সংবাদদাতা

করোনাভাইরাস সংক্রমণে অসহায় কর্মহীন নারী পুরুষের মাঝে হবিগঞ্জ নারী সংগঠন (আমরা একটি পরিবার) উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (৬ই জুলাই) পৌর শহরের ডাকঘর এলাকাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের, কর্মহীন অসহায় ও মধ্যেবিত্ত দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের উপদেষ্টা ও হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, নারী সংগঠনের সভাপতি শামীমা সীমু, সাধারণ সম্পাদক ফারহানা লিজা, হাসনা আক্তার, রতনা আক্তার, আসমা আক্তার, সানজিদা হক, রীনা আক্তার, শীমু আক্তারসহ প্রমুখ।
সংগঠনের সভাপতি শামীমা সীমু জানান, সংগঠনের শুরুথেকেই সমাজের অসহায় দরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রীসহ নানা সহযোগিতা করে আসছি। আমাদের এ সহযোগীতা অব্যাহত থাকবে।