সংযুক্ত আরব আমিরাতে নতুন মন্ত্রীসভা

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০ 730 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মাননীয় শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাক্তুম মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তন ঘোষণা করেছেন। আজ রবিবার বেশ কয়েকটি মন্ত্রণালয় এবং ফেডারেল বিভাগকে একীভূত করে, একটি নতুন “দ্রুত এবং আরও নমনীয়” এবং ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে সক্ষম ক্যাবিনেট ঘোষণা করা হয়েছে।

 

নতুন মন্ত্রিসভায় শেখ মোহাম্মদসহ ৩৩ জন সদস্য রয়েছেন। নতুন সরকারকে লক্ষ্য অর্জনে এক বছর সময় দেওয়া হয়েছে। “আমরা নতুন যুগের জন্য সর্বোত্তম সম্ভাব্য প্রশাসনিক ব্যবস্থা অর্জন বা আমিরাতের জনগণের উচ্চাভিলাষ পূরণকারী এমন একটি সরকার অর্জন না করা পর্যন্ত অবিচ্ছিন্ন পরিবর্তনের প্রক্রিয়াটি নতুন পর্বের মূলমন্ত্র হয়ে থাকবে” বলে জানানো হয়েছে।

নতুন মন্ত্রিসভাটি হচ্ছে :

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী: শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম

উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ সাইফ বিন জায়েদ আল নাহিয়ান

উপ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রী: শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান

অর্থমন্ত্রী: শেখ হামদান বিন রশিদ আল মাক্তুম

পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী: শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান

সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী: শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ান

মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রী: মোহাম্মদ বিন আবদুল্লাহ আল গেরগাবি

ফেডারাল সুপ্রিম কাউন্সিল বিষয়ক মন্ত্রী: আহমেদ বিন জুমা আল জাবি

স্বাস্থ্য ও প্রতিরোধমন্ত্রী এবং ফেডারেল জাতীয় কাউন্সিল বিষয়ক প্রতিমন্ত্রী: আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়েস

পররাষ্ট্র প্রতিমন্ত্রী: ড. আনোয়ার বিন মোহাম্মদ গারগাশ

আর্থিক বিষয়ক প্রতিমন্ত্রী: ওবায়দ বিন হুমাইদ আল তায়ের

আন্তর্জাতিক সহযোগিতা প্রতিমন্ত্রী: রিম বিনতে ইব্রাহিম আল হাসেমি

জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী: সুহেল বিন মোহাম্মদ ফারাজ ফারিস আল মাজরোয়ী

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রী: আবদুল্লাহ বিন মোহাম্মদ বেলহাইফ আল নুয়াইমি

শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী: সুলতান বিন আহমেদ আল জাবের

মিনিস্টার অব জাস্টিস : সুলতান বিন সাঈদ আল বাদি

শিক্ষামন্ত্রী: হুসেন বিন ইব্রাহিম আল হাম্মাদি

প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী: মোহাম্মদ বিন আহমদ আল বাওয়ারদী

সংস্কৃতি ও যুবমন্ত্রী: নূরা বিনতে মোহাম্মদ আল কাবি

জনশিক্ষার প্রতিমন্ত্রী: জামিলা বিনতে সালেম মেসবেহ আল মুহাইরি

মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রী: নাসের বিন থানি জুমা আল হামলি

সম্প্রদায় উন্নয়ন মন্ত্রী: হেসা বিনতে এসা বুহুমাইদ

অর্থনীতিমন্ত্রী: আবদুল্লাহ বিন তৌক আল মারি

প্রতিমন্ত্রী: মাইথা বিনতে সালেম আল শামসী

উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের প্রতিমন্ত্রী: আহমদ বেলহুল আল ফালাসি

বিদেশ বাণিজ্য প্রতিমন্ত্রী: থানি বিন আহমেদ আল জেইয়ুদি

সরকারী উন্নয়ন ও ভবিষ্যতের প্রতিমন্ত্রী: ওহুদ বিনতে খালফান আল রৌমি

যুব প্রতিমন্ত্রী: শাম্মা বিনতে সুহাইল ফারিস আল মাজরুই

প্রতিমন্ত্রী: জাকী আনোয়ার নুসেইবি

খাদ্য সুরক্ষা প্রতিমন্ত্রী: মরিয়ম বিনতে মোহাম্মদ সাঈদ হারেব আলমেহিরি

উন্নত বিজ্ঞান প্রতিমন্ত্রী: সারা বিনতে ইউসুফ আল আমিরি

ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম গোয়েন্দা ও রিমোট ওয়ার্কিং সিস্টেমের প্রতিমন্ত্রী: ওমর সুলতান আল ওলামা

প্রতিমন্ত্রী: আহমেদ আলী আল সাইয়েগ

এদিকে আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটি সংযুক্ত আরব আমিরাত সরকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। তারা সরকারের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, করোনা মহামারির সময় সংযুক্ত আরব আমিরাত সরকার বিশ্বে নজির সৃষ্টি করেছে। মানুষকে সুরক্ষা রাখতে উচিত পদক্ষেপ গ্রহণ এবং সবসময় মানুষের কল্যাণ করায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন তারা।