দুবাইয়ে ১ মার্চের আগে ভিজিট ভিসা শেষ হওয়া লোকদের জন্য জরুরী খবর
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
দুবাইয়ের ভ্রমণে আসা ভিজিট ভিসাধারী যাদের ১ মার্চের আগে ভিসা শেষ হয়ে গেছে এবং দেশ ছাড়তে ইচ্ছুক তাদের আঙ্গুলের ছাপ দিতে এখন থেকে টার্মিনাল ২ এর নিকট থাকা ডিপোর্টেশন সেন্টারে যেতে হবে। বৈধ পাসপোর্ট বা ট্র্যাভেল ডকুমেন্ট নিয়ে গিয়ে ফিংগার প্রিন্ট দিতে হবে বলে বুধবার এক কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে, সংযুক্ত আরব আমিরাত সরকার, মার্চ ১ এর আগে ভিসার মেয়াদ শেষ হওয়া সকল লোকের জন্য ৩ মাসের সময় ঘোষণা দিয়েছেন। মে মাসের ১৮ তারিখ থেকে শুরু করে আগস্ট মাসের ১৮ পর্যন্ত তাদের সময় দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে সাধারণ ক্ষমা গ্রহনকারীদের উপর কোনো জরিমানা করা হবে না। সেই সাথে তাদের আমিরাতে ফিরে আসার উপর কোন বাধা থাকবে না।
দুবাই পুলিশ জানিয়েছেন, আল কুসাইস পুলিশ স্টেশনে ফৌজদারি তদন্ত বিভাগের ফিঙ্গারপ্রিন্ট বিভাগে মেয়াদোত্তীর্ণ ভিজিট ধারণকারী লোকদের জন্য চেকিং সেন্টার ছিল, তবে জনাকীর্ণতার কারণে পুলিশ এই বিভাগটি টার্মিনাল ২ দুবাই বিমানবন্দরের নিকট থাকা ডিপোর্টেশন সেন্টারে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আল কূসাইস থানার পরিচালক এবং পুলিশ স্টেশন ডিরেক্টরস কাউন্সিলের প্রধান ব্রিগেডিয়ার ইউসুফ আল আদিদি বলেছেন, সকল জাতীয়তার লোক নতুন কেন্দ্রে যেতে পারেন।
এই সেবাটি সবাইকে ভালো ভাবে দিতে গিয়ে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছিলো, আল কুসাইস পুলিশ স্টেশনের পক্ষ থেকে কিন্তু সেবা গ্রহনকারীদের সংখ্যা বেশি হওয়ার কারণে স্থানান্তর করা টা আবশ্যক ছিল। সবাইকে এই মহামারীর কঠিন সময়ে ভালো সেবা প্রদান করার লক্ষ্যেই এটি করা হয়েছে বলেও জানানো হয়।
জরিমানা মাফ কিভাবে করাবেন?
১) যাদের রেসিডেন্স ভিসা ২০২০ সালের মার্চ ১ তারিখের আগে শেষ হয়েছে তারা ওয়ান ওয়ে টিকেট এবং তাদের পাসপোর্ট নিয়ে এয়ারপোর্ট যেতে পারেন।
২) সংযুক্ত আরব আমিরাতের ৩০ বা ভিজিট ভিসাধারী যাদের ভিজিট ভিসার মেয়াদ মার্চ মাসের ১ তারিখের আগে শেষ হয়েছে এবং তারা আবুধাবি, শারজাহ বা রাস আল খাইমাহ থেকে যাত্রা করতে ইচ্ছুক, তারা তাদের টিকেট এবং পাসপোর্ট নিয়ে ফ্লাইটের ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছতে হবে।
৩) যেসকল ভিজিট ভিসাধারীদের ভিসার মেয়াদ মার্চ মাসের ১ তারিখের আগে শেষ হয়েছে এবং তারা দুবাই বিমানবন্দর থেকে যাত্রা করতে ইচ্ছুক, তাদের ফ্লাইটের ৪৮ ঘণ্টা আগে দুবাই বিমানবন্দর টার্মিনাল ২ এর নিকট অবস্থিত ডিপোর্টেশন সেন্টারে রিপোর্ট করতে হবে।


