জুন মাসে প্রবাসীরা ১৮৩ কোটি ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন

শরীফুল হাসান শরীফুল হাসান

সাংবাদিক ও অভিবাসন কর্মকর্তা

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০ 395 views
শেয়ার করুন

দারুণ খবর। বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও জুন মাসে প্রবাসীরা ১৮৩ কোটি ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন। এর আগে কোনো একক মাসে এত আয় আসেনি। ফলে নতুন তিন রেকর্ড হয়েছে। এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়, রিজার্ভ নতুন উচ্চতায় ও প্রবাসী আয়ে ১১ শতাংশ প্রবৃদ্ধি।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, গত মাসে আয় এসেছে ১৮৩ কোটি ৩০ লাখ ডলার। এর আগে ২০১৯ সালের মে মাসে সর্বোচ্চ ১৭৪ কোটি ৮০ লাখ ডলার আয় এসেছিল। এদিকে সদ্য সমাপ্ত অর্থবছরে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৮২০ কোটি ডলার। এর আগের অর্থবছরে আয় এসেছিল ১ হাজার ৬৪১ কোটি ডলার। অর্থাৎ সদ্য শেষ হওয়া অর্থবছরে প্রবাসী আয়ে ১০ দশমিক ৯০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

তবে একটা কথা ভুলে গেলে চলবে না প্রবাসীরা খুব কষ্ট করে টাকা পাঠাচ্ছে। ১৭ মে সংকটেও আসছে প্রবাসী আয় শিরোনামে আমি ডেইলি স্টারের রিপোর্টে লিখিছেলাম, শত সংকটের মধ্যেই টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা। কারণ অনেকের বেতন কমে গেছে। অনেকের কাজ নেই। অনেক দেশে লকডাউন। রেমিট্যান্স হাউস বন্ধ। দেশে ফিরতে হচ্ছে অনেককে। সবমিলিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ। তবে এরপরেও প্রিয় বাংলাদেশ আর স্বজনদের জন্য টাকা পাঠাতে ভোলেননি প্রবাসীরা। কাজেই এই প্রবাসীদের স্যালুট। আপনারাই আসল বাংলাদেশ।