আমিরাতে করোনা ভাইরাসে ৫৬১ জন নতুন আক্রান্ত

তিশা সেন তিশা সেন

বার্তা সম্পাদক, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, মে ৩, ২০২০ 557 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ৩৬ হাজার ২৬৬টি নমুনা টেষ্ট করার পর ৫৬১ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। নতুন সুস্থ হয়েছেন ১২১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৩ হাজার ৫৯৯ জন, সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১৯ জন।

শনিবার (২ই মে) আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।

আমিরাতে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে গত ২৮ জানুয়ারি। তখন দেশটি সফররত একটি চীনা পরিবারের চার সদস্যের দেহে এ ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে সামান্য সংখ্যক ফ্লাইট ছাড়া যাবতীয় যাত্রবাহী ফ্লাইট চলাচল স্থগিত করে রেখেছে দেশটি।

এদিকে করোনা ভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৫৮৭ জনের পরীক্ষা করা হয়েছে। করোনা ভাইরাসে নতুন আক্রান্ত হয়েছেন ৫৫২ জন, মৃত্যু ৫ জন, সুস্থ হয়েছেন ৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত ৮৭৯০ জন, মৃত্যু ১৭৫ জন এবং সুস্থ হয়েছেন ১৭৭ জন। বাংলাদেশে করোনা ভাইরাস নিয়ে প্রেস ব্রিফিংয়ে অধ্যাপিকা ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।