কক্সবাজারে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

শাহীন মাহমুদ শাহীন মাহমুদ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০ 662 views
শেয়ার করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে জমির বিরোধের জের ধরে বড় ভাইকে পিটিয়ে হত্যা করেছে ছোট ভাই। নিহত ব্যক্তি হলেন ছলিম উল্লাহ (৪৫)। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের সিপাহী পাড়ায় এই ঘটনা ঘটে।

 
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই জের ধরে কথা কাটাকাটি এক পর্যায়ে নছর উল্লাহ তার বড়ভাই ছলিম উল্লাহকে লাঠি দিয়ে বেধড়ক পিটায়। এতে তিনি মারা যান। হত্যার পর পালিয়ে যায় ঘাতক নছর উল্লাহ।
 
মহেশখালী থানা সূত্রে জানা গেছে, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ঘাতক ছোটভাইকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।