পটিয়ায় করোনায় মারা গেলেন ব্যাবসায়ী খোরশেদ 

কাউছার আলম কাউছার আলম

পটিয়া, দক্ষিণ চট্টগ্রাম

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০ 320 views
শেয়ার করুন

 

পটিয়ায় করোনার মারা গেছেন খোরশেদুল আলম (৫২) নামের এক ব্যবসায়ী। তিনি উপজেলার কুসুমপুরা ইউনিয়নের থানামহিরা গ্রামের বদিউল আলম সওদাগরের প্রথম পুত্র।

 

সে চট্রগ্রাম শহরের রাইফেলস ক্লাব মাার্কেটে ‘গাউছিয়া ইলেক্ট্রনিকস’ এর স্বত্বাধিকারী এবং রাইফেল ক্লাব ব্যাবসায়ী বনিক সমিতির সাধারণ সম্পাদক। এব্যাপারে ব্যাবসায়ী খোরশেদুল আলমের চাচাত ভাই এনামুল হক জানান, গত ১৫ জুন শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে নগরীর ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৬ টার দিকে মারা যান। হাসপাতালে ভর্তির তিন দিন আগে তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। খোরশেদুল আলমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি এলাকায় একজন দানশীল সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। আজ মঙ্গলবার দুপুর দুইটার সময় পশ্চিম থানা মহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। জানাজা ও দাফন কাপনে সহযোগিতা করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা শাখার সদস্যরা।