যমুনার পানি বিপৎসীমার ৪০সে.মি. উপরে

বাঁধে আশ্রয় নিচ্ছে মানুষ

ইউনুস আলী শাওন ইউনুস আলী শাওন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০ 950 views
শেয়ার করুন

সিরাজগঞ্জে যমুনা নদীর পনি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টি মিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪০ সেন্টি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে প্রতিদিনই নতুন নতুন ও চরাঞ্চলের ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট প্লাবিত হচ্ছে। ঘরবাড়ি ছেড়ে পানিবন্দি মানুষ শহর রক্ষা বাঁধের উপর অশ্রয় নিচ্ছে।

 

এছাড়া অভ্যন্তরীণ নদ নদীর পানিও বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদী তীরবর্তী পাঁচটি উপজেলার ৩০টি গ্রামের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম বলেন, ‘পানিতে প্রায় এক হাজার হেক্টর পাট ও সাড়ে তিন হাজার হেক্টর তিল পানিতে তলিয়ে গেছে।’

আজ মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম বলেন, ‘বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে পানি আরও কয়েকদিন বাড়তে পারে। এদিকে পানি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চরাঞ্চলের নিম্নভূমি, ফসলি জমি ও নিচু বাড়িগুলো বন্যার পানিতে ডুবে যাচ্ছে।’

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ‘যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করে চরাঞ্চলের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। এখনো বাড়িঘরে পানি ঢোকেনি। যথেষ্ট ত্রাণ মজুদ রয়েছে। আমরা বন্যা মোকাবিলায় প্রস্তুত রয়েছি।’