আমিরাতে বাংলাদেশিদের ত্রাণ সহায়তা অব্যাহত

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মে ২, ২০২০ 1,221 views
শেয়ার করুন

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে সবচেয়ে বেশী বিপাকে আছেন সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। অতীতে আমিরাতে বানিজ্যিক শহর দুবাইকে লকডাউন ঘোষণা করা হলে বর্তমানে দুবাই সহ দেশটির অনেক এলাকার লকডাউন শিথিল করা হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপের কারণে হাজার প্রবাসী শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। বাংলাদেশ দূতাবাস ত্রাণ কর্মসূচি অব্যাহত রেখেছে।

গত ২৯ জানুয়ারীতে ১৯ তম দেশ হিসেবে আমিরাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বর্তমানে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজার ৪৮১ জন। এছাড়া এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৪২৯ জন এবং মৃত্যু বরণ করেছেন ১০৫ জন।

সরকারী সূত্রমতে আমিরাতে প্রায় ১০ লক্ষ প্রবাসী বাংলাদেশী রয়েছেন। এদের মধ্যে বেশীরভাগই শ্রমিক পেশায় নিয়োজিত। করোনা ভাইরাস প্রাদুর্ভাব দেখা দেওয়ায় অনেক দিন ধরেই সীমিত করা হয়েছে কাজের পরিধি। অনেক প্রবাসীর কাজ বন্ধ হয়ে আছে। যার ফলে কাজ না থাকায় অনেকেই খাদ্য সঙ্কটসহ নানা সমস্যায় ভুগছেন। আবির বিজনেস এসোসিয়েশন নগদ অর্থ দিয়ে প্রবাসিদের পাশে দাঁড়িয়েছেন।

এমতাবস্থায় আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের পাশে দাড়িয়েছি আমিরাতে অবস্থানরত বাংলাদেশ এম্বেসী আবুধাবী, বাংলাদেশ কন্সুল্যেট দুবাই, বাংলাদেশ সমিতি দুবাই, বাংলাদেশ সমিতি শারজাহ, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই, বাংলাদেশ বিজনেস ফোরাম আজমান, বাংলাদেশ বিজনেস এ্যাসোসিয়েশন আল আবির, ইউএই বিএনপি, বঙ্গবন্ধু পরিষদ দুবাই, ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম ইউএই, দুবাই বিএনপি, আল আইন বিএনপি, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই, লক্ষ্মীপুর ফোরাম ইউএই, লক্ষ্মীপুর সোসাইটি ইউএই, ঢাকা রিয়েল এস্টেট, বঙ্গবন্ধু পরিষদ শারজাহ, বঙ্গবন্ধু পরিষদ আল আইন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ রাস আল খাইমাহ, বঙ্গবন্ধু পরিষদ আল মাদাম, হাট হাজারী সমিতি, অটো স্পেয়ার পার্টস এসোসিয়েশন শারজাহ, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী, বিডি ফ্রেন্ডস ক্লাব, চট্টগ্রাম প্রবাসী কল্যাণ পরিষদ, হোম রিয়েল এস্টেট, ইউথ অর্গানাইজেশন, মীরসরাই সমিতি, বাংলাদেশ বন্ধু ফোরামসহ আরো কয়েকটি সামাজিক সংগঠন।

এছাড়া প্রবাসী বাংলাদেশীদের মধ্যে নিজ উদ্যোগে ত্রাণ সহায়তা করেন পেয়ার মোহাম্মদ, ইয়াকুব সুনিক, নুরুন্নৌবি রওশন, মাজহার উল্লাহ মিয়া, মোহাম্মদ শাহাদাত হোসেন, সেলিম রেজা, হাবিবুর রহমান, ইব্রাহিম, মোহাম্মদ শাহেদ, আহমেদ, মাহবুব আলম, রাশেদুল ইসলাম, ফখরুল ইসলাম খান, ফরিদ মিয়া, হারুন রশিদ, সৈয়দ আহমদ রাসে্জু‌ লফিকার উসমান, শফিউল আজম, অনুকুল রাম, শাওকাত, নুরুল ও সাইফুল।

আমিরাতের স্থানীয় নাগরিক সৌদ আব্দুল আজিজ ও লুলু এক্সচেঞ্জের পক্ষ থেকেপো ত্রাণ সহায়তা করা হয়।

দুবাইয়ে লকডাউনের সময় দুবাই সরকারের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ কমিউনিটির ১৯ সদস্যের একদল তরুণ তরুণী স্বেচ্ছাসেবক হিসেবে দুবাইয়ে থাকা বাংলাদেশী প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন।

এদিকে আমিরাত সরকার দেশটিতে বসবাসরত মানুষের জন্য একের পর এক উদ্যোগ নিচ্ছেন। এরই মধ্যে পবিত্র রমজান উপলক্ষে আমিরাতে প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ১০ মিলিয়ন খাবারের প্যাকেজ ঘোষণা করেছেন। দুবাই বসবাসকারী জনসাধারণ রেজিস্ট্রেশন এর মাধ্যমে এ খাদ্য সহায়তা পাবেন।

আমিরাতে সব জায়গায় বাংলাদেশী প্রবাসীরা ছড়িয়ে থাকায় এবং শ্রমিকের সংখ্যা বেশি হওয়ায় অনেক প্রবাসীরা পাচ্ছেন না খাদ্য সহায়তা। তাদের কাছে খাদ্য সহায়তা পৌছাতে হিমশিম খাচ্ছেন অনেকেই। আবার কাজ বন্ধ থাকায় এবং খাদ্য সহায়তা না পাওয়ায় অনেক প্রবাসীরা দিন কাটাচ্ছেন কষ্টে। এমতাবস্থায় অনেকেই ফিরতে চাচ্ছেন দেশে আবার অনেকেই থাকিয়ে আছেন বাংলাদেশ সরকারের দিকে।