শমসেরনগর বিমানবন্দর চালুর দাবী

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৪:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৪ 33 views
শেয়ার করুন

দীর্ঘদিন ধরে বন্ধ আছে শমসেরনগর বিমানবন্দর। এই বিমানবন্দরের কার্যকম চালু হলে প্রবাসী মৌলভীবাজার বাসীদের দীর্ঘ দিনের ভোগান্তির সমাপ্তি হবে। প্রবাসী সহ ব্যবসায়ীদের অতি সহজে দেশ-বিদেশে যাতায়াত করতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাতে মৌলভীবাজার জেলার শমসেরনগর প্রবাসীদের নিয়ে গঠিত শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাষ্টের অভিষেক ও আলোচনা সভায় এসব বলেন বক্তারা।

শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় আয়োজিত অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি সাইফুর রহমান রিপন। সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রিপন, মোহাম্মদ রাজিব ঢালি ও আলী নুর বড় ভুইয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ। প্রধান বক্তা ছিলেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য শেখ রায়হান আহমদ।

বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ সিআইপি, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, কুলাউড়া সমিতির সভাপতি আব্দুল লতিফ, শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রধান উপদেষ্টা আব্দুস শহিদ জহির, কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল মতিন, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি গুলজার খান, কুলাউড়া সমিতির সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম লিটন তালুকদার, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শেখ জহির উদ্দিন, শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাষ্টের সাবেক সভাপতি শাহীন আল রাজি, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি রুজেল তরফদার, শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাষ্টের পৃষ্ঠপোষক ক্বারী আবু রুকিয়ান, মসুদ আলী, উপদেষ্টা বি এম লিটন হাই, জাফর হোসেন, খতিব আলী, দুরুদ মিয়া, ফয়সাল আহমদ, কুলাউড়া সমিতির সাধারণ সম্পাদক রিপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক আশরাফ খান হিরন, যুগ্ন সম্পাদক এমদাদুল হাসান নাসির প্রমুখ।

বক্তব্য রাখেন মোহাম্মদ রাজিব ঢালি, কাওসার আহমেদ, আলি নুর, আবদুস সালাম শাহীন, মোতাহির আলী, ইমন আহমেদ, আরিয়ান সালেহ, নিয়ামত আলী, আলী আকবর চোধুরী, আক্তার হোসেন সাজু, রহিম মিয়া, মোহাম্মদ নাঈম মিয়া সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শমসেরনগর হাস্পাতাল নির্মাণ হচ্ছে প্রবাসিদের অনুদানে। প্রবাসীদের সকল সমস্যায় এই সংগঠন কাজ করে যাচ্ছে। প্রবাসীদের মরদেহ সংগঠনের মাধ্যমে দেশে প্রেরণের পাশাপাশি পরিবারের পাশে আর্থিক সাহায্য প্রদান করছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়।