জুলাই থেকে ঢাকা-শারজাহ রোডে এয়ার এরাবিয়ার ফ্লাইট

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০ 406 views
শেয়ার করুন
মহামারী করোনার প্রকোপ কাটিয়ে স্বাভাবিক অবস্থানে ফিরেছে আমিরাত। ইতিমধ্যে চলাচলে সবধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
 
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিক্তিক এমারেটস এয়ারলাইন গত ২১শে জুন ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পেলেও অপেক্ষায় ছিল এয়ার এরাবিয়া। অবশেষে ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল শারজাহ ভিত্তিক এয়ারলাইন্স এয়ার এরাবিয়া।
 
আগামী ১ জুলাই থেকে তাদের ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে বলে সিভিল এভিয়েশন সুত্রে জানা গেছে। তাদেরকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। সপ্তাহের বুধবার ও শুক্রবার এই দুই দিন তারা ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা করবে।
 
এয়ার এরাবিয়া ঢাকা অফিস সুত্রে জানা গেছে, আগামী ১ জুলাই থেকেই তারা ফ্লাইট পরিচালনা করবে। সে হিসাবে আগামী বুধবার তাদের প্রথম ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
 
আগামী বুধবার সকাল ৯টায় এয়ার এরাবিয়ার প্রথম ফ্লাইট ঢাকায় পৌছাবে। এরপর ওই দিন সকাল ৯টা ৪০ মিনিটে ওই ফ্লাইট শারজাহের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এয়ার এরাবিয়া এয়ারবাস ৩২০ দিয়ে ফ্লাইট পরিচালনা করবে।