
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন কাজী মোক্তাদির হোসেন।
সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী দক্ষিণ সুনামগঞ্জ থানা থেকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় বদলী হওয়ার পর কাজী মোক্তাদির হোসেন নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।
শনিবার(২৭ জুন) সন্ধ্যায় দক্ষিণ সুনাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্বভার গ্রহণকালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের পুলিশ পরির্দশক (তদন্ত) মো. ইকবাল বাহার, থানার সাব ইন্সপেক্টর মো. আলা উদ্দিন, জহিরুল ইসলাম তালুকদার, আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন, রিপন, মাহববুর রহমান চকদার, বাবুল হাওলাদার, মনিরুজ্জামান, তারিকুল ইসলাম প্রমুখ।
এদিকে নবাগত অফিসার ইনচার্জ(ওসি) কাজী মুক্তাদীর হোসেন ইতিপূর্বে দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) অফিসার ইনচার্জ হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।