হবিগঞ্জে চিকিৎসক-পুলিশসহ আরো ১২ জনের করোনা সনাক্ত- আক্রান্তের সংখ্যা ২৩৯

নুর উদ্দিন সুমন নুর উদ্দিন সুমন

হবিগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০ 673 views
শেয়ার করুন

 

হবিগঞ্জে নতুন আরো ১২ জনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ২৩৯ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে মোট ১৩ জনের রিপোর্ট আসে। এর মাঝে একজন পূর্বের আক্রান্ত। দ্বিতীয় দফার পরীক্ষায় তার করোনা পজিটিভ এসেছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে একজন পুলিশ সদস্য, একজন নার্স, একজন চিকিৎসক ও একজন ব্যাংক কর্মচারী রয়েছেন। বাকীরা সাধারণ পেশাজীবী। ১৩জন পজিটিভ রিপোর্টের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ৩ জন। এরা হলেন, বহুলা গ্রামের পূর্বে মারা যাওয়া ব্যক্তি, একজনের দ্বিতীয় দফায় পজিটিভ এবং অন্য একজন হলেন সাধারণ পেশাজীবী। বাহুবল উপজেলায় ৪ জনের মধ্যে চিকিৎসক ও নার্স দুইজন এবং বাকী দুইজন সাধারণ পেশাজীবী। চুনারুঘাট উপজেলার ৬ জনের মধ্যে পুলিশ সদস্য এবং ব্যাংক কর্মচারি দুইজন ও বাকী ৪ জন সাধারণ পেশাজীবী।
জেলা স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী গত ১১ এপ্রিল থেকে এ পর্যন্ত হবিগঞ্জে করোনা আক্রান্ত ২৩৯ জনের মধ্যে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী ৪০ জন, সরকারি কর্মকর্তা-কর্মচারী ৫৩ জন। আক্রান্তদের ৭১ জনই করোনা যোদ্ধা। অন্যরা সাধারণ শ্রেণী পেশার মানুষ। এদের মধ্যে মারা গেছেন চারজন। মারা যাওয়াদের মধ্যে চুনারুঘাটের এক শিশু ক্যান্সারেও আক্রান্ত ছিল।