আমিরাত থেকে সুনামগঞ্জ প্রবাসির লাশ দেশে পাঠালেন হৃদয়বান প্রবাসিরা

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২০ 547 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে হৃদ রোগাক্রান্ত হয়ে সুনামগঞ্জ ছাতক উপজেলার সুজন মিয়া নামের এক প্রবাসী মৃত্যু বরণ করেন। এ সময় দুবাই আওয়ামীলীগ ও সিলেট জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে তার মরদেহ দেশে পাঠানোর কার্যক্রম সম্পন্ন করার লক্ষে শারজায় সামাজিক দুরত্ব বজায় রেখে মরহুমের প্রতি দোয়া ও তার পরিবার বর্গের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

সামাজিক দুরত্ব বজায় রেখে  দুবাই আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাসুক উদ্দিন ইউছুফ এর সভাপতিত্বে ও আরব আমিরাত আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন আহমেদ তালুকদার  এবং  সিলেট জেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এ এম আবুল হাসনাত এর যৌথ  উপস্থাপনায় প্রধান অতিথি  ছিলেন  আরব আমিরাত আওয়ামীলীগের সদস্য সচিব প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল, বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী।  এ সময় উপস্থিত ছিলেন, আরব আমিরাত আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আজিম মাষ্টার, দুবাই আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুক আহমেদ রুমেল, আবির বাংলাদেশ বিজনেস এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ, সিলেট জেলা উন্নয়ন পরিষদের সভাপতি ফারুক আহমেদ, সুনামগঞ্জ সমিতির সভাপতি শফিকুল হক,  কমিউনিটি নেতা ফয়সাল আহমেদ, আবদুল অদুদ, হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী কাছন আলী, নূরুল আমিন, শামছুন নূর ও মীর আলী সহ আরো অনেকে।

এ সময় তারা আরব আমিরাতে মহামারী করোনাভাইরাজ ঠেকাতে আমিরাত সরকারের ভাল পদক্ষেপের কথা উল্লেখ করে আমিরাত সরকারকে অভিনন্দন জানান।তারা আমিরাতের আইন কানুন মেনে চলারও আহবান জানান।