সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতার ফেইসবুক স্টেটাস এখন আলোচনায়
সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন জাবেদ গত ৭ দিন আগে একটি পোষ্ট করেছিলেন সিলেট এ করোনা বিপর্জয় ও মহামারীতে বিনা চিকিৎসা যাতে আর কোন রোগী মারা না যান, এ জন্য আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স কে করোনা আইসোলেসন সেন্টার করার জোর দাবি জানান। উনার এই পোস্ট অনেকেই শেয়ার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলার মাধ্যমে আইসোলেসন এর জন্য জোর দাবি জানান এবং অনেক ফেইসবুক ব্যবহারকারি এতে সহমত ও সময় উপযোগী মন্তব্য মত প্রকাশ করেন।
তারই পরিপ্রেক্ষিতে এখন জননেত্রী শেখ হাসিনার মহানুভতায় ও সিলেট ১ আসনের মাননীয় মন্ত্রী এ কে এম মোমেন এর ঐকান্তিক প্রচেষ্টায় উক্ত ইনডোর কমপ্লেক্স কে ১০০০ শয্যা বিশিষ্ট করোনার আইসোলেশন সেন্টার করার ঘোষনা করেন মাননীয় বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। সার্বিক তত্বাবধানে থাকবে সিলেট কিডনি ফাউন্ডেশন।


