কেমন আছো দেশ? লুৎফুর রহমান

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, জুন ১১, ২০২০ 946 views
শেয়ার করুন

ঘুম ভরা চোখ আলসে দুপুর
লাগলে গায়ে গরম
শীতল হাওয়া দেশে ডাকে
দেশটা আপন পরম।

চোখের পাশে স্বপ্ন ভাসে
পাল তোলা এক নায়ে
সন্ধ্যে নামে মেঘের ভাঁজে
সোনার বরণ গাঁয়ে।

এবং গাঁয়ের গাছে
নদী আরো মাছে
ডাকছে হেসে ভালবেসে
‘এসো তুমি কাছে’।

আমি থাকি দুবাই
ক্যামনে যাবো দেশের বুকে
স্বপন নদে ডুবাই।

ভিনদেশে তা কল্পনাতে
ভাবতে লাগে বেশ
কেমন আছো ওগো নদী
কেমন আছো দেশ?