এমপি মানিক বাজেট অধিবেশনে মনোনীত হওয়ায় দুবাই আওয়ামী লীগের অভিনন্দন

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২০ 613 views
শেয়ার করুন

২০২০-২০২১ অর্থ বছরের বাজেট অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারা)আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।বুধবার (১০ জুন) বিকাল ৫টায় সংসদ অধিবেশন শুরু হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়। মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন, মুহম্মদ ফারুক খান, ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, কাজী ফিরোজ রশীদ ও মেহের আফরোজ চুমকি। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টা ১৫ মিনিটে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের বৈঠক পরিচালনা করবেন। অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সবাইকে স্বাগত জানান। করোনাকালে বিশেষ ব্যবস্থায় অধিবেশন পরিচালনার কথা জানান। বাজেট অধিবেশন অতি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে সব স্বাস্থ্যবিধি অনুসরণ করে, মাস্ক ও গ্লাভস পরে, সামাজিক দূরত্ব বজায় রেখে এ অধিবেশন চলবে।অধিবেশনের সব সদস্য গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে বাজেট অধিবেশনকে কার্যকর ও সক্রিয় করে তুলবেন। মুহিবুর রহমান মানিক ১৯৯৬,২০০৮,২০১৪ ও ২০১৯ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে ছাতক-দোয়ারার মানুষের প্রতিনিধিত্ব করছেন। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।মুহিবুর রহমান মানিক এমপি সভাপতি মন্ডলীর প্যানেল ভুক্ত করায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ডঃ শিরিন শারমিন চৌধুরীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ছাতক-দোয়ারার মানুষ।

এদিকে মুহিবুর রহমান মানিককে আন্তরিক অভিনন্দন জানিয়েছে দুবাই আওয়ামী লীগ। বায়ান্ন টিভিকে দেয়া এক প্রেস রিলিজে দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম বলেন, যোগ্য মানুষকে মূল্যায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সংযুক্ত আরব আমিরাত আওয়ামী পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।